Skip to content

ভারতীয় ভিসার জন্য প্রবীণদের এপয়েন্টমেন্ট লাগবে না

Indian-Visa

বাংলাদেশী ৬৫ বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকদের ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্রের সাথে অগ্রিম সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেনের আর প্রয়োজন হবে না। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারত ভ্রমণেচ্ছু প্রবীণ নাগরিকরা বাংলাদেশে ভারতীয় যেকোনো ভিসা অ্যাপলিকেশন সেন্টারে সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেন ছাড়াই এখন সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

সম্প্রতি ভারত সরকার বাংলাদেশী ৬৫ বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকদের পাঁচ বছর মেয়াদী ট্যুরিস্ট ভিসা প্রদানের ঘোষণা করে।

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস মনে করছে, ভারত সরকারের এই উদ্যোগ বাংলাদেশী প্রবীণ নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ভিসা প্রাপ্তির নিশ্চয়তা আরো বাড়বে। একই সাথে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক আরো গভীরতর হবে।

Tourist-Visa-Documents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *