ভারত যাবেন। সবকিছু ঠিকঠাক। কিন্তু শেষ মুহূর্তে পাসপোর্ট আনতে গিয়ে দেখলেন আপনি ভিসাই পাননি। কেন পাননি তারও কোনো ব্যাখ্যা নেই। যেনে নিন ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার কারণ।
জীবনের জন্য হুমকীসরূপ কোন সংক্রামক রোগে ভোগেন।
মানসিক রোগে ভোগেন এবং চিকিৎসা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করেন।
নিজে মাদকাসক্ত বা মাদক পাচার করেন।
অপরাধী বা কোন দেশে অনিষ্পন্ন কোন অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন।
কোন দেশ হতে দ্বীপান্তুরিত বা বহিষ্কৃত হয়ে থাকেন।
অপর্যাপ্ত/ অসম্পূর্ণ/ মিথ্যা কাগজপত্র দিয়ে থাকেন।
অবৈধ ভ্রমণ নথির অধিকারী হয়ে থাকেন।
প্রাসঙ্গিক কোন তথ্য গোপন করে থাকেন।
অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোন ভিত্তিতে, যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যা আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধ করে জানানো হবে, এমন কোন কথা নেই। সূত্র: আইভিএসিবিডি