ভারতের যেকোনো স্থল সীমান্তের ভিসা করা থাকলেই হরিদাসপুর সীমান্ত দিয়ে যাতায়াত করা যাবে।
গতকাল শুক্রবার সকালে শ্যামলী পরিবহনের ইন্টারন্যাশনাল ম্যানেজার নয়ন রায় বাংলানিউজকে এ তথ্য জানান।
তাদের আজ সকালে ভারতীয় ভিসা সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা রঞ্জন মন্ডলও ফোনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিছুদিন ধরেই এ সুবিধা চালু হয়েছে। তবে অফিসিয়ালি শিগগিরই জানানো হবে।
নয়ন রায় বলেন, বাংলাদেশের যাত্রীদের জন্য এটি বড় সুবিধা। এখন আগরতলা বা ডাউকি’র বর্ডারের ভিসা থাকলেও বোনাপোল দিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে হরিদাসপুরের ভিসা থাকলে অন্য রুটে তা ব্যবহার করা যাবে না।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে তাদের পরিবহনে ভিন্ন সীমান্তের ভিসাধারীরা হরিদাসপুর বর্ডার দিয়ে ভারতে পৌঁছেছেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের ১৬টি স্থল সীমান্ত রয়েছে। তবে একটি সীমান্তের ভিসা করলে, অন্য সীমান্ত দিয়ে প্রবেশ বা বের হওয়া যেতো না। সূত্র: বাংলানিউজ