Skip to content

ভাসমান বাড়ির নেপথ্যে

Vasel House

ব্রিটেনের টেমস নদীর তীরে যারা গত সপ্তােহর সোমবার সকালে গেছেন তারা হয়তো বিস্মিত হয়েছেন। কারণ তারা দেখেছেন নদীতে একটি বাড়ি ভাসছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, এটা কি বাড়ি নাকি নৌকা?

বাড়িটি টাওয়ার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। ওই বাড়িটিতে দুটি বেডরুম, একটি ডাইনিং রুম এবং একটি বাথরুম রয়েছে। রয়েছে একটি বাগান যাতে ঘাস আছে। এছাড়া একটি কুকুর রাখার ঘর এবং একটি আপেল গাছও আছে। স্টার ইভেন্টস নামের একটি কোম্পানি গত চার মাস ধরে এই বাড়িটি তৈরি করেছে। বাড়িটিতে অতিথিরা থাকতে পারবেন। তারা টেমস নদীতে চলাফেরা করতে পারবেন অনায়াসে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িতে থাকা-খাওয়ার উন্নতমানের সুবিধা রয়েছে। এমনকি স্পা করারও সুযোগ রয়েছে। এই বাড়িতে লন্ডন ভ্রমনে এক দারুণ অভিজ্ঞতা হবে যারা এই নৌকা সদৃশ বাড়িতে উঠবেন। লন্ডন বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় একটি শহর হিসেবে পরিচিতি পেয়েছে অনেক আগেই। সূত্র : মিরর নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *