বাংলাদেশের প্রধান নদী বন্দর ঢাকা সদরঘাট। বিশ্বের অন্যতম ব্যস্ত নদী বন্দর। এখানের ভোররাতের ব্যস্ততা একটু অন্যরকম।
দেশের দক্ষিণাঞ্চল থেকে একটির পর একটি লঞ্চ আসতে থাকে এখানে। কোনওটা আসে সাইরেন বাজিয়ে। আবার কোনওটা সার্সলাইট জ্বালিয়ে জানান দেয় ঘাটের কোথায় সে নোঙর করতে চায়। সে এক অন্য দৃশ্য।
প্রিয় দর্শক আজ আমরা দেখব সেরকমই কিছু দৃশ্য। বিস্তারিত নিচের লিঙ্কে:
