Skip to content

ভয়ংকর সুন্দর!

নাটকীয় উদগিরণ

নাটকীয় উদগিরণ

চিলির কালবুকো আগ্নেয়গিরি থেকে আবারো শুরু হয়েছে উদগিরণ। গত সপ্তাহে দু’বার অগ্ন্যুৎপাত হয়েছে। আশপাশের এলাকা থেকে সব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

নাটকীয় উদগিরণ
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে বুধবার চিলির কালবুকো আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ও গলে যাওয়া পাথর, গ্যাস, ধোঁয়া এবং ছাই বের হচ্ছে। প্রায় চার দশক ধরে এটি সুপ্ত ছিল। আগ্নেয়গিরির সংখ্যার ভিত্তিতে বিশ্বে চিলির অবস্থান দ্বিতীয়, আর এই আগ্নেয়গিরিটি সবচেয়ে ভয়ংকর। ৫০ কিলোমিটার দূরের এলাকা থেকেও উদগিরণ দেখা যাচ্ছে।

সর্বোচ্চ সতর্কতা
চিলির রাজধানী সান্তিয়াগোর ১০০০ কিলোমিটার দক্ষিণে আগ্নেয়গিরিটির অবস্থান, যার উচ্চতা ৬৫৭১ ফুট৷ দেশটির জাতীয় খনি ও ভূতত্ব বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ওই এলাকায় জনগণের প্রবেশ নিষেধ করেছে।

আতঙ্ক

আতঙ্ক

সর্বোচ্চ সতর্কতা

সর্বোচ্চ সতর্কতা

আতঙ্ক

বিশেষজ্ঞরা মনে করছেন, আগ্নেয়গিরির ভেতর যেসব পদার্থ রয়েছে তাদের স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরের কারণে এই অগ্ন্যুৎপাত ঘটেছে। দ্বিতীয়বার অগ্ন্যুৎপাতের পর মানুষের মধ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাবার ও গ্যাস মজুদ রাখা শুরু করেন সবাই।

বরফ গলার আশঙ্কা

অগ্ন্যুৎপাতের ফলে পর্বতের বরফ গলে নদীর পানি বাড়তে পারে। এর ফলে বন্যার সৃষ্টি হতে পারেও বলে হুশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

পর্যবেক্ষণ আর অপেক্ষা

পর্যবেক্ষণ আর অপেক্ষা

ধূসর মরুভূমি

ধূসর মরুভূমি

বরফ গলার আশঙ্কা

বরফ গলার আশঙ্কা

ধূসর মরুভূমি

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ছাই। এই ছাই পরিষ্কার করতে কাজ করছে সেনাবাহিনী। তবে কর্তৃপক্ষ হুশিয়ার করে দিয়ে বলেছে যে, বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃষ্টিপাত হলে ছাইভস্ম কঠিন শীলায় পরিণত হবে। সেই ছাইয়ের কারণে যাতে শ্বাস নিতে কষ্ট না হয়, তাই সবাইকে মাস্ক বা রুমাল ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পর্যবেক্ষণ আর অপেক্ষা

আগ্নেয়গিরিটির ২০ কিলোমিটার এলাকার মধ্যে সব অধিবাসীকে সরিয়ে নিয়েছে চিলির জাতীয় দুর্যোগপূর্ণ সংস্থা। সরিয়ে নেয়া হয়েছে ৬০০০-এরও বেশি মানুষকে। সূত্র : ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *