যারা পরিবারের সদস্যদের জন্য পদ্মা ও মেঘনার জেলেদের কাছ থেকে ইলিশ কিংবা আইড়, চিংড়ি, বাইলা, রুই, কাতলা, পাঙ্গাস, বাইমসহ নানা জাতের জ্যান্ত ও তাজা মাছ সংগ্রহ করতে চান, তাদের জন্য এই ট্যুর। অ্যাডভেঞ্চার প্রিয় হলে চলুন আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকা সদরঘাট থেকে। আসন নিশ্চিত করুন ৩১ আগস্টের মধ্যে। বোনাস হিসেবে দেখুন পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনায় নদীর বিশালতা আর অভিজ্ঞতা নিন বিশাল এই নদীতে ট্রলারে নৌ-ভ্রমণের ও নদীর মধ্যে ট্রলারে বসে দুপুরের খাবারের।
যোগাযোগ: ০১৬১২ ৩৬০৩৪৮ (মোস্তাফিজুর রহমান)

গ্রুপ লিডার ও ঢাকা ট্যুরিস্ট ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান

পদ্মায় ট্রলারে এভাবে খাওয়ার অভিজ্ঞতা নিয়েছেন কখনো? না নিলে এই ট্যুরে সেটি পারা যাবে।

পদ্মায় গোছলের আনন্দ সেখানে না গেলে বুঝার সুযোগ নেই। লুঙ্গি-গামছা সাথে নিয়ে নিন। লোভ সামলাতে পারবেন না!

গত ১৫ আগস্টের ট্যুরের ফাঁকে তোলা ছবি। পেছনে চাঁদপুর লঞ্চঘাট।
ভ্রমণ পরিকল্পনা
ভ্রমণ শুরু: ০৩ সেপ্টেম্বর, ২০১৬, শনিবার, সকাল ৭টা, ঢাকা সদরঘাট থেকে।
ভ্রমণ সমাপ্তি: একই দিন সন্ধ্যা ৭টা, স্থান- ঢাকা সদরঘাট।
লঞ্চের নাম: এমভি সোনার তরী। (লঞ্চ এক মিনিটও দেরি করবে না। কারো দেরি হলে নিজ দায়িত্বে চাঁদপুর যেতে হবে।)
সকাল ৭.৩০ মিনিটে তালিকাভূক্তি ও সকালের নাস্তা। (মেনু: পরাটা, সবজি, কফি)
সকাল ৮.৩০ মিনিটে থেকে মিট আপ, ননস্টপ আড্ডা, আনলিমিটেড ছবি তোলা।
বেলা ১১.৩০ লঞ্চ থেকে ট্রলারে ওঠা। চাঁদপুরের মাছ ঘাট থেকে ইলিশসহ বিভিন্ন মাছ সংগ্রহ ও প্যাকিং।
দুপুর ১.৩০ নদীর মধ্যে ট্রলারে দুপুরের খাবার গ্রহণ। (মেনু: সাদা ভাত, শাক/সবজি, ভর্তা, মুরগি, ডাল)।
ইলিশ দিয়ে দুপুরের খাবার গ্রহণ। লগিমারা চরে ঘুরে বেড়ানো। সাঁতার কাটা।
বেলা ২.৩০ এমভি সোনার তরী লঞ্চের উদ্দেশে মোহনা ত্যাগ।
বেলা ৩.৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে লঞ্চ। লঞ্চে আনলিমিটেড আড্ডা, ছবি তোলা, সূর্যাস্ত দেখা।
সন্ধ্যা ৭টায় সদরঘাট নেমে যার যার বাসায় ফিরে যাওয়া।
ভ্রমণ খরচ: ১,০০০/= (এক হাজার) টাকা। ৩ বছরের নিচে ফ্রি। মেম্বারদের জন্য ৮৫০/= (আটশত পঞ্চাশ) টাকা। কেবিনের জন্য প্রতি সিটে অতিরিক্ত ৭০০ টাকা।
চাঁদা পরিশোধের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০১৬। পুরো টাকাই অগ্রীম দিতে হবে। আংশিক গ্রহণযোগ্য নয়।
খরচের অন্তর্ভূক্ত: এমভি সোনার তরী লঞ্চের তৃতীয় তলার ভিআইপি কেবিনে (চেয়ার/এসি) চাঁদপুর যাওয়া-আসা, সকালের নাস্তা, দুপুরের খাবার, ট্রলার ভাড়া।
খরচে যা থাকছে না: সদরঘাটে আসা-যাওয়া ও প্রবেশ (ঘাটে প্রবেশ টিকেট ৫ টাকা)। মাছ ক্রয়, ফ্রিজাপ ও প্যাকিং, মাছ পরিবহন, মেনুর অতিরিক্ত খাবার, ব্যক্তিগত খরচ, অনাকাঙ্খিত কোনো খরচ। যা উল্লেখ নাই এমন সব খরচ।
আসন সংখ্যা: ২০-২৫ জন।
গ্রুপ লিডার: মোস্তাফিজুর রহমান, মোবাইল: ০১৬১২৩৬০৩৪৮।

মোহনায় রক্তকরবী চত্বর। সময় কাটানোর দারুন স্থান।

ভ্রমণ তালিকায় নদী রাখুন এক নম্বরে।

চাঁদপুর মাছ ঘাট। পদ্মা-মেঘনার বেশিরভাগ মাছ আসে এই ঘাটে।
শুধু মাছ সংগ্রহ করবেন যারা
০১. প্রতি ব্যাগ মাছের মূল্য ৫,০০০/= টাকা।
০২. প্রতি ব্যাগে থাকবে এক কেজি (+) ওজনের একটি ইলিশসহ আইড়, পাঙ্গাস, বড় চিংড়ি (প্রতিটির কম-বেশি ১০০ গ্রাম ওজন), বাইলা, বাইম, রুই, কাতলা ইত্যাদি মাছের যেকোনো ৫ ধরনের ৫ থেকে ৫.৫ কেজি মাছ।
০৩. উল্লিখিত তালিকার বাইরেও পাপ্তি সাপেক্ষে মাছ থাকতে পারে।
০৪. ইলিশ ছাড়া অন্য মাছের সাইজ পাঁচ কেজির বেশি হলে কেটে ভাগ করা হবে।
০৫. মাছ সংগ্রহ করা হবে সরাসরি জেলে অথবা আরৎ থেকে।
০৬. চাঁদপুর মাছ ঘাটে মাছের দাম দেশের অন্য এলাকার চেয়ে বেশি স্বাদও ভালো।
০৭. টাকা সরাসরি কিংবা বিকাশের মাধ্যমে অগ্রিম পরিশোধ করতে হবে।
০৮. বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলে খরচসহ দিতে হবে।
০৯. হোম ডেলিভারির জন্য ১৫০ টাকা মাছের মূলের সাথে পরিশোধ করতে হবে।
১০. অর্ডারের জন্য যোগাযোগ করুন ০১৬১২ ৩৬০৩৪৮ এই নম্বরে।

পদ্মায় শুধু ইলিশ নয়, আরো অনেক মাছ পাওয়া যায়।
আরো আকর্ষণ (হেডিংয়ে ক্লিক করে যেনে নিন বিস্তারিত)
কোরবানির ছুটিতে সাজেকে গ্রুপ ভ্রমণ
২৩-২৪ সেপ্টেম্বর লাল শাপলার বিল ভ্রমণ
শিলং-চেরাপুঞ্জির ভ্রমণ খরচ কমলো স্পট বাড়লো
ঢাকা ট্যুরিস্ট ক্লাবের ওয়েবসাইট: dhakatouristclub.com
ফেসবুক পেজ: facebook.com/dhakatouristclub
ফেসবুক গ্রুপ: facebook.com/groups/dhakatouristclub