Skip to content

মায়ের কোলে অন্য এক মুস্তাফিজ

Mustafizএর আগে কখনো এতটা দিন বাড়ির বাইরে থাকেননি মুস্তাফিজুর রহমান। আইপিএলে টানা প্রায় দু মাস খেলার কারণে ছিলেন ভারতে। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ‘কাটার মাস্টার’ মঙ্গলবার ফিরেছেন দেশে। আর বুধবারই ফিরে গেছেন সাতক্ষীরার গ্রামের বাড়িতে। মায়ের কোলে। ঘরে ফেরার আনন্দ যে কতোটা তা মায়ের সাথে মুস্তাফিজের ছবি দেখেই বোঝা যায়।

এবারের আইপিএলের সবচেয়ে আলোচিত বোলার মুস্তাফিজ। এই সময়ের বিশ্ব সেরা পেসারও বলা হচ্ছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার এক বছরের মধ্যেই এই বাঁ হাতি নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। আইপিএলে ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। প্রথমবারের মতো খেলতে গিয়েই দল সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ায় রেখেছেন বড় ভূমিকা। বোলিং বৈচিত্রে মন কেড়েছেন সবার। ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছেন রহস্য বোলার।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরই আইপিএল। বিশ্রাম একদমই পাননি মুস্তাফিজ। মাত্রই ২০ বছর বয়স। সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের সাথে বাধা পড়ে থাকে মন। সেখানে পরিবার। মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধব, আরো কতো কি। মাত্রই টিনেজ পার হওয়া একটি ছেলের জন্য এই শেকড়ের টান এত সহজে উপেক্ষা করা সম্ভব না। মুস্তাফিজের মনটাও পড়ে থাকতো বাড়ি। আইপিএলে টানা খেলায় শরীরের ক্লান্তির চেয়ে তার মনের অবসাদটা পেয়ে বসেছে বেশি। দুই সপ্তাহের জন্য তাই উড়ে যাওয়া ঘরে। ইংলিশ কাউন্টি সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা এই মাসে। মুস্তাফিজ শেষ পর্যন্ত যাবেন কি না তা নিশ্চিত না। তবে এখন যে বাড়ির আবহে আবার এই যুবা তাজা হয়ে উঠবেন তা তো নিশ্চিতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *