Skip to content

মুসলিম পর্যটকদের প্রথম পছন্দ মালয়েশিয়া

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর।

বিশ্বব্যাপী মুসলিম পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের দেশ মালয়েশিয়া। ২০১৪ সালে মালয়েশিয়ার পতাকাবাহী দুটি বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও দেশটিতে পর্যটকের সংখ্যা দিন দিনই বেড়েই চলছে।

সম্প্রতি প্রকাশিত এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ট্রাভেল স্পেশালিষ্ট ক্রিসেন্ট্রেটিং-এর এক প্রতিবেদনে বলা হয়, মুসলিম পর্যটকদের ছুটি কাটানোর সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে মালয়েশিয়া। তাদের কাছে এর পরের স্থান তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইন্দোনেশিয়া।

ক্রিসেন্ট্রেটিংয়ের প্রধান নির্বাহী ফজল বাহারদীন বলেন, চলাফেরা, খাওয়া-দাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিম বান্ধব পরিবেশের কারণে ছুটি কাটানোর জন্য মুসলিম পর্যটকদের কাছে মালয়েশিয়া বর্তমানে সবচেয়ে পছন্দের দেশ।

তিনি এএফপিকে বলেন, মুসলিম পর্যটকদের বিবেচনায় হালাল খাবার, অবকাঠামোগত সুবিধা, থাকা ও নামাজের সুব্যবস্থার ক্ষেত্রে তাদের কাছে অবসরে ঘুরে বেড়ানোর জন্য মালয়েশিয়া সবচেয়ে আকর্ষণীয় দেশ।

ফজল জানান, ২০১৪ সালে ৫৯ লাখ মুসলিম পর্যটক মালয়েশিয়া ঘুরতে যান। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৫৭ লাখ।
সূত্র : নয়া দিগন্ত অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *