Skip to content

মুস্তাফিজের চোখে সেই এক রানের পরাজয়

Mustafiz2

ভারতের কাছে এক রানে হারের দুঃখ বোধহয় কোনোদিনই ভুলতে পারবে না বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে-জিততেও হেরে যাওয়ার যন্ত্রণা তাড়া করে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। মাশরাফি-মাহমুদউল্লাহরা কষ্টের কথা জানিয়েছেন অকপটে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান। কষ্ট পেলেও ওই হার থেকে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টার।

বিশ্বকাপের সুপার টেনে একটি ম্যাচও জিততে পারেনি মাশরাফির দল। তবে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভারতের কাছে পরাজয়টা। তিন বলে দুই রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে জিততে দেয়নি মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর অহেতুক ঝুঁকিপূর্ণ শট।

এমন ট্র্যাজিক হার মেনে নেওয়া খুব কঠিন। মাশরাফি জানিয়েছেন, সেই রাতে তাঁরা কেউ ডিনার করতে পারেননি। হতাশার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহও। তবে মুস্তাফিজ বলছেন অন্য কথা। হেরে গেলেও সতীর্থদের মধ্যে আশার আলো দেখতে পেয়েছিলেন তিনি, ‘প্রত্যেকেই জিততে চায়, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে। জয়ের এত কাছাকাছি গিয়েও হেরে গেলে মন খারাপ তো হবেই। তবে সেদিন ম্যাচের পর ড্রেসিংরুমে ইতিবাচক মনোভাবই দেখতে পেয়েছি আমি।’

বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক অবস্থার বর্ণনা দিয়ে এই সময়ের আলোচিত পেসার বলেছেন, ‘দলগতভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আর একে অন্যের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছিলাম। আমরা জানি যে আমাদের পক্ষে এর চেয়ে ভালো করা সম্ভব। আমরা তাই ভালোভাবে ঘুরে দাঁড়ানো আর খেলার শেষটা আরো ভালো করার প্রতিজ্ঞা নিয়েছিলাম সেদিন।’ সৌজন্যে : এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *