Skip to content

মোদির ক্যামেরায় ভারত

সন্দীপন বসু
প্রযুক্তিপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে বেশ পরিচিতি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দক্ষিণ এশিয়ার কোনো সরকারপ্রধানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছানো নজির এই প্রথম।

শুধু নিজের মতামত ও রাজনৈতিক প্রচারই নয়- মোদি যখনই ভারতের যে প্রান্তে গেছেন নিজের ক্যামেরায় ধরে রেখেছেন ভারতের সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি, আধুনিক ও প্রাচীন স্থাপত্যশিল্প মিলিয়ে মোদির মোবাইল ক্যামেরায় উঠে এসেছে ভারতের রূপবৈচিত্র্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা উপভোগ করেছেন কোটি কোটি ফ্যান-ফলোয়ার।

ছবিগুলো ভারতের প্রধানমন্ত্রীর টুইটার থেকে নেওয়া।

Modi-Camera-India

রাজস্থানের চিত্রগড় দুর্গ।

Modi-Camera-India2

বিহারের বুদ্ধগয়া।

Modi-Camera-India3

গোয়ার দুধসাগর ঝরনা।

Modi-Camera-India4

হায়দরাবাদের গোলাকোন্ডা দুর্গ।

Modi-Camera-India5

পশ্চিমবঙ্গের দার্জিলিং।

Modi-Camera-India6

হিমাচল প্রদেশ।

Modi-Camera-India7

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাললেকের হাউসবোট।

Modi-Camera-India8

কারওয়ার সৈকত, কর্নাটক।

Modi-Camera-India9

মহারাষ্ট্রের খান্ডালা ঘাটের লোনাভালা এলাকায় বর্ষা।

Modi-Camera-India10

পশ্চিমবঙ্গের কলকাতায় প্রিন্সেপঘাট।

Modi-Camera-India11

দিল্লিতে হুমায়ুনের সমাধি।

সৌজন্যে : এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *