তেঁতুল গাছটির বয়স একশ’ বছরেরও বেশি। এ অঞ্চলে যাকে বলা হয় আমলী গাছ। প্রাচীন এ গাছটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ‘আমলীতলা’ বাজার।
পশ্চাত্পদ অঞ্চল হওয়ায় এবং তখনকার সময়ে আশপাশে কোনো বাজার না থাকায় বেশ কয়েকটি গ্রামের জনসাধারণের ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে স্থানীয়রা প্রতিষ্ঠা করেছিলেন, আমলীতলা বাজারটি। উপজেলার মধ্যে বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারটি আজও অত্যন্ত সুপরিচিত। কিন্তু বাজারের সঙ্গে স্থানীয় গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থার এখনও তেমন উন্নয়ন ঘটেনি। উন্নয়ন হয়নি বাজারটিরও। বাজারে এখনও পৌঁছেনি বিদ্যুতের আলো। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি জমে নষ্ট হয়ে যায় বাজারের ভিতরের সরু রাস্তাগুলো।
বলাইশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, তেঁতুল গাছটির সঠিক বয়স আমার জানা নেই। তবে প্রবীণ ব্যক্তিদের কাছে শুনেছি গাছটির বয়স একশ’ বছরেরও অনেক বেশি হবে। সূত্র : ইত্তেফাক