সৌদি আরবে পর্যটকদের ভ্রমণের সুযোগ দেয়ার জন্য শিগগিরই পর্যটন ভিসা ব্যবস্থা চালুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
রাষ্ট্রীয় পত্রিকা আল ওয়াতানের সূত্রে আরব নিউজ জানিয়েছে, প্রথম দফায় শুধু সেসব লোকজনকে ভিসা দেয়া হবে, যারা অনুমোদনপ্রাপ্ত কিছু নির্দিষ্ট পর্যটন সংস্থার মাধ্যমে আবেদন করবেন।
সৌদির শুরা কাউন্সিল এবং তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্য জামাল আল-ফাখরি বিষয়টি নিশ্চিত করে আশা প্রকাশ করেছেন, এর মধ্য দিয়ে তাবুক অঞ্চল পুরো সৌদি আরবের মধ্যে পর্যটকদের জন্য অসাধারণ এক ভ্রমণস্থলে পরিণত হবে।
আল-ফাখরি আরও জানান, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দেশে পর্যটন খাতের প্রসারে সহায়তা করবে। একই সঙ্গে পর্যটন খাত সক্রিয় হলে দেশে নতুন নতুন ধরণের কাজের সুযোগও তৈরি হবে।
এখন দেশটিতে ধর্মীয় কারণে যারা আসেন, তাদের ভিসা, কোথায় কোথায় যেতে পারবেন, তা কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হয়। সৌজন্যে: চ্যানেল আই