হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে চলাচলরত টার্মিনালের ভেতরে যাত্রী ও দর্শণার্থীদের বসার জন্য নতুন একটি ‘ওয়েটিং লাউঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী মঙ্গলবার সকালে নতুন এই লাউঞ্জটি উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটি’র মেম্বার অপারেশন এয়ার কমডোর এম মোস্তাফিজুর রহমান, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. জাহির হাসান, এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তারসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের টার্মিনালের ভেতরে দর্শণার্থীদের বসার জন্য নতুন করে একটি অত্যাধুনিক অপেক্ষাগার তৈরী করা হয়েছে। বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে যাতায়াত করা যাত্রী ও তাদের সঙ্গে আসা দর্শণার্থীরা এখানে বসার সুযোগ পাবে।
এখানে এক সাথে ২০ থেকে ২৫ জন লোক ‘ওয়েটিং লাউঞ্জে’ বসতে পারবে।
কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া বিনোদনের জন্য রয়েছে টেলিভিশন।