Skip to content

শীতের গ্রাম বাংলা

শীত মৌসুমে বাংলাদেশের প্রকৃতিতে আসে বড় ধরণের পরিবর্তন৷ আর এ পরিবর্তন সবচেয়ে বেশি ধরা দেয় গ্রাম-বাংলায়৷

কুয়াশা ঢাকা সকাল
শীতের সকালে প্রায়ই কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর৷ ঢেকে যায় কুয়াশার চাদরে৷ অনেক সময় ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলে অনেক দেরিতে৷

খেজুরের রস


শীতে গ্রাম-বাংলার অন্যতম আকর্ষণ খেজুরের রস৷ কুয়াশাঢাকা ভোরে গাছ তলায় হিম শীতল রসে গলা ভেজানোর মজাই আলাদা৷

সরিষা ক্ষেত


শীত মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকার ফসলের মাঠ হলুদ গালিচায় ঢেকে ফেলে সরিষার ফুলে৷ এ সৌন্দর্যের জুড়ি নেই৷

শীতের শবজি


শীতে গ্রাম বাংলায় চাষ হয় নানা ধরণের সবজি৷ এ সময়ে ফসলের মাঠ সবুজে ভরে ওঠে৷

আগুন পোহানো


গ্রাম-বাংলায় এখনো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই৷ শীতের সকালে চাদর মুড়িয়ে আগুনের পাশে বসে থাকার মজাই আলাদা৷

শীতের পিঠা


শীতে খেজুরের রস দিয়ে গ্রাম বাংলায় তৈরি হয় নানা রকম পিঠা৷ এটা শীতের আরেক আকর্ষণ৷

শীতের খেলা


শীতে মাঠ থেকে ফসল তোলা হয়ে গেলে ছেলে-মেয়েরা মেতে ওঠে নানান গ্রামীণ খেলায়৷

মাছ ধরা


শীতে জলাশয়গুলো শুকিয়ে গেলে খালে-বিলে মাছের আধিক্য দেখা যায়৷ এ সময়ে বাংলাদেশের অনেক জায়গাতেই হয় মাছ ধরার উৎসব ৷

শীতের কষ্ট


সব ভালোর বিপরীতেই খারাপ কিছু দিক থাকে৷ তেমনি শীতেরও আছে খারাপ দিক৷ শীত বেশি জেঁকে বসলে নিম্ন আয়ের অনেক মানুষই কষ্টে পড়েন৷ শীতের কষ্ট ছাড়াও ঠান্ডাজনিত নানান রোগেও ভোগেন কেউ কেউ৷ সৌজন্যে : ডয়েচেভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *