Skip to content

শীতের শুরুতে নামল কলকাতার তাপমাত্রা ৪ ডিগ্রি

শীতের অপেক্ষায় বিলাপ করার দিন তবে শেষ হল। বুধবারের কলকাতা অন্তত জানান দিচ্ছে এমনটাই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ভারতে শৈত্যপ্রবাহের জেরে নামতে শুরু করেছে এ রাজ্যের তাপমাত্রা। বুধবার এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমে কলকাতার তাপমাত্রা হয় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।

আবহাওয়া অফিস সূত্রের খবর, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমেছে। অন্যদিকে উত্তরাখণ্ড, কাশ্মীরে চলছে তুষারপাত।

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ভারতে চলা শৈত্য প্রবাহের জেরেই পারদ নামছে রাজ্যের উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই এ দিনের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক বা তার চেয়ে কম।

তবে কি আজ থেকেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে?

আবহাওয়াবিদরা বলছেন, শীতের আমেজ অনুভূত হলেও এই মুহূর্তে হাড় কাঁপানো ঠাণ্ডার পরিস্থিতি তৈরি হবে না। তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও একমাস।

তবে গত কয়েক দিনের মধ্যে জলীয় বাষ্প কেটে মেঘমুক্ত আকাশ তৈরি হলে একটু হলেও কামড় বসাবে হিমেল হওয়া। সৌজন্যে : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *