Skip to content

সাবধান করল ভারতীয় হাইকমিশন

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কোথাও কোনো এজেন্ট নেই। তাই কেউ যদি দূতাবাসের এজেন্ট, দালাল বা ভিসা সেন্টারের পক্ষে কাজ করার কথা বলে এবং তার বিনিময়ে টাকা দাবি করে তবে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানাতে অনুরোধ করেছে ভারতের হাইকমিশন।

India

আজ সোমবার ভারতের হাইকমিশনের (বাংলাদেশ) অফিসিয়াল ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে লেখা হয়, ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহের কোথাও কোনো এজেন্ট নেই। আপনি যদি কোনো এজেন্টের সম্মুখীন হন কিংবা কোনো এজেন্ট/ সাইবার ক্যাফে/ মধ্যবর্তী জন/ দালাল যদি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহের পক্ষে কাজ করার এবং ভিসা সার্ভিসের জন্য টাকা দাবি করে, তবে সেই সব ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ কর্তৃপক্ষকে জানাতে আপনাদের অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে পোস্টটির নিচে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। দালাল বা এজেন্টকে টাকা না দিলে ই-টোকেন পাওয়া যায় না বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। তা ছাড়া ই-টোকেন পাওয়ার প্রক্রিয়ার জটিলতার কারণে তালিকাভুক্ত এজেন্টদের মাধ্যমে নির্দিষ্ট ফির বিনিময়ে টোকেন পাওয়ার ব্যবস্থা করতেও সুপারিশ করেছেন অনেকে। সূত্র : এনটিভি

Darjeeling

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *