Skip to content

সাশ্রয়ী ভাড়ায় ১০ জুলাই থেকে শুরু হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট

সাশ্রয়ী ভাড়ায় আগামী ১০ জুলাই থেকে কুয়ালামপুর-ঢাকা-কুয়ালালামপুর রুটে এশিয়ার সর্ববৃহৎ এয়ারলাইন এয়ার এশিয়ার ফ্লাইট শুরু হচ্ছে।

আজ সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

Air-Asia2

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এয়ার এশিয়া বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাদি আব্দুল্লাহ বলেন, এয়ার এশিয়া বাংলাদেশে মধ্য আয়ের যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগ করে দিতে সচেষ্ট। ঢাকার বনানী, গুলশান, উত্তরা, মতিঝিল এবং ধানমন্ডি কাউন্টার থেকে সরাসরি ছাত্র, শ্রমিক, পরিবারিক এবং কর্পোরেট গ্রুপ ভ্রমনের জন্য ১০% বিশেষ ছাড়ে ভ্রমণের সুযোগ থাকবে।

Air-Asia

তিনি জানান, উদ্বোধনী ফ্লাইটের জন্য এয়ার এশিয়া বিশেষ প্রমোশনে ২২ হাজার ৪৯৯ টাকায় ঢাকা-কুয়ালামপুর-ঢাকা টিকিট বিক্রি শুরু করেছে। যা শুধুমাত্র অনলাইনে (www.airasia.com) অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীরা সরাসরি বুকিং করার সুবিধা পাবে।
এছাড়া ঢাকা-সিডনী-ঢাকা ৬৫ হাজার ৯৯ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ৩৫ হাজার ৯৯৯ টাকায় ভ্রমণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এয়ার এশিয়া বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, ডিরেক্টর কাজী শাহ মোজাক্কের আহমেদুল হক, মোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *