
ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা নতুন বিপ্লব ঘটাবে এই রেলপথ।
প্রায় দুই দশক ধরে নির্মাণকাজ চলার পর আজই সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইউহান স্নেইডার-আম্মান বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর, গটহার্ড সুড়ঙ্গ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
আল্পস পর্বতের নিচ দিয়ে ৫৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ রেলপথ উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে দ্রুত গতির রেল যোগাযোগ স্থাপনে এক নতুন দিগন্তের সূচনা করল।
সুইজারল্যান্ড বলছে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রেলপথ একটা নতুন বিপ্লব ঘটাবে।
সুড়ঙ্গটি তৈরির ফলে এখন নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডাম থেকে ইটালির জেনোয়া বন্দর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ তৈরি হলো।

উদ্বোধনের পরপরই সুড়ঙ্গের উত্তরের মুখের স্টেশন থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।
ডিসেম্বরে যখন এটি পুরোপুরি চালু হবে, তখন সুইজারল্যান্ডের জুরিখ থেকে ইটালির মিলান পর্যন্ত ভ্রমণের সময় বর্তমানের চেয়ে এক ঘণ্টা কমে যাবে।
খরচ এবং পরিবেশের ওপর প্রতিক্রিয়া নিয়ে অনেক মানুষের উদ্বেগের কারণে প্রকল্পটি হবে কি হবেনা – তা নিয়ে ১৯৯২ সালে গণভোট হয়েছিলো সুইজারল্যান্ডে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই সুড়ঙ্গের উত্তরের মুখের স্টেশন থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।
তার আগে, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় যাজকদের সুড়ঙ্গে নিয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। সূত্র: বিবিসি