আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) গ্রহণ করবে। ভারত ভ্রমণে যেতে আগ্রহীদের ভিসা পেতে হলে এমআরপি অবশ্যই লাগবে।
ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে আজ রবিবার পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘হাতে লেখা পাসপোর্ট বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভারতীয় ভিসা আবেদনকারীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ১ সেপ্টেম্বর ২০১৫ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শুধুমাত্র বাংলাদেশ সরকার প্রদত্ত মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করা হবে।’ সূত্র : দ্য রিপোর্ট