Skip to content

হাওরকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা হবে : মেনন

Menon

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জে হাওরকেন্দ্রিক পর্যটন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এজন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জে একটি প্রতিনিধি দল পাঠানো হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গুয়ার হাওর, বারিকের টিলা ও যাদুকাটা নদীক ঘিরে পর্যটন শিল্প বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। এই এলাকা পর্যটন এলাকা হিসেবে ধীরে ধীরে সকল সরকারি সুযোগ-সুবিধা পাবে।

মন্ত্রী আরো বলেন, লোক সংস্কৃতি সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে। এখানকার লোককবিদের সৃষ্টিকর্ম ধরে রাখতে হবে। তাদের জীবন-দর্শনের চর্চা করতে হবে।

হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *