:: অভি মঈনুদ্দীন ::
চলে গেছেন তিনি। চলেও গেলেও যুগের পর যুগ তিনি বেঁচে থাকবেন বাংলার সাহিত্যপ্রেমী মানুষের মাঝে, চলচ্চিত্র প্রেমী মানুষের মাঝে, বাংলার নাটকপ্রিয় মানুষের মাঝে, সর্বোপরি বাংলাদেশের মানুষের মাঝে। তিনি হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন ১৩ নভেম্বর।
১৯৪৮ সালের ১৩ই নভেম্বর এই বরেণ্য মানুষটির জন্ম। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয়, আধুনিক বাংলা সাহিত্যের জাদুকর তিনি। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
স্বামীর জন্মদিনটি কিভাবে পালন করবেন জানতে চাইলে হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, রোববার রাত বারোটায় আমার বাসায় কেক কাটা হবে। সেখানে পরিবারের সবাই উপস্থিত থাকবেন। সোমবার সকাল নয়টায় আমি নুহাশ পল্লীতে উপস্থিত থাকবো। সেখানে মিলাদ-মাহফিলের আয়োজন করেছি। এছাড়া পাবলিক লাইব্রেরিতে বই মেলা হবে। সেখানেও অংশগ্রহণ করবো। এদিকে চ্যানেল আই আয়েজিত মেলাসহ আরো বেশ কিছু অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো।
শাওন আরো বলেন, জন্মদিনে তিনি উপস্থিত থাকলে হয়তো আনন্দটা অনেক বেশি গাঢ় হতো। কিন্তু সেটি তো আর কখনো সম্ভব নয়। তাই তাকে ছাড়াই আমাদের দিনটি পালন করতে হচ্ছে। দেশ-বিদেশে হুমায়ূন আহমেদের অগনিত ভক্ত রয়েছেন। তাই তাকে ঘিরে বিশেষ দিবসগুলোতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাদের নানা রকম পোষ্ট দেখা যায়। অনেকেই নিজের ফেসবুক প্রোফাইলে হুমায়ূন আহমেদের ছবিও দেন। সাহিত্য, নাটক-চলচ্চিত্র সব মাধ্যমে হুমায়ূন আহমেদ অবদান রেখেছেন। সব ক্ষেত্রেই তিনি একজন সফল মানুষ। সফল মানুষদের ক্ষয় নেই। ২০১২ সালের ১৯শে জুলাই ক্যানসারের কাছে নত হতে হলো হুমায়ূন আহমেদকে। চিরতরে হারিয়ে গেলেন এই কিংবদন্তি।
শাওন বলেন, সবাই বছরের নির্দিষ্ট দিনগুলোতে তাকে স্মরণ করেন। আমি প্রতিটি দিনই হুমায়ূন আহমেদের শূন্যতা অনুভব করি। তাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। তার সঙ্গের প্রতিটি দিন আমার স্মৃতিময়। সেই দিনগুলোর কোনোটি ভুলে থাকার মতো নয়। তার সন্তানরা তাকে ছাড়া বড় হচ্ছে। প্রতিটি দিন তারাও তাদের বাবাকে মিস করছে। সত্যি বলতে পরিবারের মানুষদের শূন্যতা কোনো ভাষা দিয়ে বোঝানো যায়না।
এদিকে নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ফের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মেহের আফরোজ শাওন। সেই ছবির নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। জনপ্রিয় উপন্যাস ‘নক্ষত্রের রাত’ অবলম্বনে ছবিটি নির্মাণ হবে বলে জানা যায়। এই ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ বিজয়ী বাঁধনকে। আগামী বছর ছবিটির শুটিং শুরু হবে বলে জানান শাওন।