আগামী ১৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। আজ রোববার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার জামাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে হিসাবে আগামী মঙ্গলবার থেকে ১৪৩৬ হিজরির রজব মাস গণনা শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বাংলাদেশের আকাশে চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে ১৬ মে শবে মিরাজ পালিত হবে বলে জানানো হয়।
রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হয়। ৬২০ খ্রীষ্টাব্দের রজব মাসের ওই রাতে ঊর্ধ্বকাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ স. আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ২৬ রজব আগামী ১৬ মে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র : নয়া দিগন্ত
