Skip to content

৫৮ বছর বয়সী প্রতিবন্ধীর এভারেস্ট জয়

Evarest

এবার এভারেস্ট জয়ের এক অনন্য নজির স্থাপিত হলো। এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ববাসীকে চমকে দিলেন ৫৮ বছর বয়সী এক প্রতিবন্ধী।
এ অনন্য নজির স্থাপনকারী ব্যক্তিটি হলেন ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের পরেশচন্দ্র লাল।

তিনবারের চেষ্টার পর এবারে সফল হলেন তিনি।

শনিবার ভোরে এভারেস্ট শৃঙ্গ জয় করেন পরেশ। তিনি একজন বাঙালি।

বিভিন্ন পর্বতরোহী সংগঠন সূত্রে জানা যাচ্ছে এই রাজ্য থেকে কোনো প্রতিবন্ধী পর্বতারোহী এভারেস্টের চূড়া ছুতে পারেননি, তিনিই প্রথম।
দুর্গাপুর চন্ডিদাস বাজারে পরেশবাবুর একটি ছোট জামাকাপড় সেলাইয়ের দোকান। পারিবারিক আয়ও যথেষ্ট নয়। ১১ বছর বয়সে এক বাজি দুর্ঘটনায়, বাদ পরে তার বাঁ হাতের কব্জি। কিন্তু তার অদম্য জেদ এতটুকুও ক্ষুন্ন হয়নি। জেদ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটিকে পায়ের তলায় রাখার।

গত ২৫ বছর ধরে হিমালয়ের বহু শৃঙ্গ জয় করেছেন তিনি।

তাদের মধ্যে রয়েছে কেদারডোম, গঙ্গোত্রী-২, এবং কে.আর.-৫।

১৯৮৮ সাল থেকে পরেশবাবুর পাহাড় চড়া শুরু। দ্য জহর ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস (পাহেলগাঁও) এ শুরু হয় তার প্রথম প্রশিক্ষণ। তারপরের বছরই দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে নেন আরও একটি বিশেষ প্রশিক্ষণ। ১৯৮৯ সালে তার প্রথম অভিযান। এরপরে আর থেমে থাকেনি তার অভিযান, এখনও পর্যন্ত সফল হয়েছেন ১৪টি অভিযানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *