Skip to content

৬০ বছরের মধ্যে চাঁদ সবচেয়ে কাছে

super-moon

১৪ নভেম্বর, ২০১৬ তারিখে চাঁদ পৃথিবীর যত কাছে আসবে, ১৯৪৮ সাল যাবৎ তা আর ঘটেনি। আজ সোমবার চাঁদ পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের প্রায় ৩০,০০০ কিলোমিটার বেশি কাছে থাকবে।

‘সুপারমুন’ ঘটে নিয়মিতভাবে প্রতি ১৪ মাস অন্তর। কিন্তু সোমবারের চাঁদটি হবে ‘এক্সট্রা-সুপারমুন’। চাঁদকে আবার এত কাছ থেকে দেখতে পাওয়া যাবে ২০৩৪ সালে।

নাসার হিসেব অনুযায়ী এদিন চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩৫৬,৫০৯ কিলোমিটার দূরে, যা কিনা রাতের আকাশ থেকে ভূপৃষ্ঠ অবধি চাঁদামামার সাধারণ দূরত্বের চেয়ে ২৭,৮৯১ কিলোমিটার কম।

আকাশ পরিষ্কার থাকলে চাঁদকে প্রায় ১৪ শতাংশ বড় করে দেখা যাবে, বিশেষ করে চাঁদ যখন উঠছে। চাঁদের আলোও হবে অনেক বেশি উজ্জ্বল। আর সোমবার যদি আকাশ মেঘলাও থাকে, তার পরের কয়েক দিনও সুপারমুন দেখা যাবে, বলে নাসা থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবারের সুপারমুনের ফলে সাগরের ঢেউ আরো উঁচু হবে, তবে এত উঁচু নয় যে, তার ফলে প্লাবন দেখা দিতে পারে। কথাটা বলার কারণ এই যে, ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির জন্যও ‘সুপারমুন’-কে দোষী করা হয়েছিল। পরে নাসা-কে সেই অপবাদ খণ্ডন করতে হয়। সৌজন্যে: ডয়চে ভেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *