Home » ডিটিসি ভ্রমণ বার্তা » আবারও গতির রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

আবারও গতির রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

Japan Trainআবারও গতির রেকর্ড ভাঙলো জাপানি মেগলেভ ট্রেন। আগের রেকর্ডটিও ছিল এই ট্রেনেরই দখলে। এবার গতিটা বেড়ে দাঁড়ায় ঘন্টায় ৬০৩ কিলোমিটারে। মাইলের হিসেবে ঘন্টায় ৩৭৪ মাইল। জাপানের ফুজি পর্বতমালা এলাকায় এই নতুন গতির রেকর্ড গড়লো ট্রেনটি। আগের রেকর্ডটি ছিল মাত্র গত সপ্তাহের। সে সপ্তাহে ট্রেনটির গতি উঠেছিল ঘন্টায় ৫৯০ কিলোমিটার। মেগলেভ ট্রেনে বিদ্যুতায়িত চুম্বক ব্যবহার করা হয়, যেটা ট্রেনটাকে রেলের উপরে শূণ্যে ভাসিয়ে রাখে। তাই অবিশ্বাস্য গতিতে চললেও রেললাইনের সাথে চাকার ঘর্ষণের মতো কোন সমস্যায় পড়তে হয় না ট্রেনটিকে।
সূত্র : বিবিসি।