আবার শুরু হচ্ছে মাউন্ট এভারেস্টে আরোহন বিভাগঃ অ্যাডভেনচার ট্রাভেল, ডিটিসি ভ্রমণ বার্তা, বাছাইকৃত April 30, 2015 222 বার দেখা হয়েছে নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বড় ধরনের তুষার ধসের ঘটনায় ১৮ জনের প্রাণহানি সত্ত্বেও আগামী সপ্তাহ থেকে আবারো এভারেস্টে আরোহন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার নেপালের এক সরকারি কর্মকর্তা এ কথা জানান। নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসি গৌতম বলেন, ‘আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু এ পর্বত চূড়ায় আরোহনের ল্যাডারগুলো মেরামত করা হবে এবং এতে আরোহন অব্যাহত থাকবে এবং অভিযাত্রা থেকে একজনেরও সরে আসার কোনো কারণ নেই।’ সূত্র : প্রিয়.কম 2015-04-30 Dhaka Tourist Club tweet