দশ সেকেন্ডের চার্জে চলবে বাস ! বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, রকমারি April 16, 2015 234 বার দেখা হয়েছে মাত্র ১০ সেকেন্ডেই চার্জ হবে পুরো বাস। একবার চার্জে পাড়ি দেয়া যাবে কমপক্ষে পাঁচ কিলোমিটার পথ। শুধু তাই নয়, অন্য বাসের তুলনায় এ বাসে বিদ্যুৎ সাশ্রয় হবে ৩০-৫০ শতাংশ। আল্ট্রা-কুইক-চার্জ নামের বাসটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উন্মুক্ত করেছে চীনের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যাত্রী উঠতে-নামতে যে সময় প্রয়োজন, সে সময়েই বাসটি সম্পূর্ণ চার্জ হবে। দ্রুতগতির ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর-এর সহযোগী ঝুঝু ইলেক্ট্রিক লোকোমোটিভ ‘আল্ট্রা-কুইক-চার্জের নির্মাতা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জৌ কিনহে বলেন, মাত্র ১০ সেকেন্ডে সম্পূর্ণ চার্জ হবে বাসটি। একবার চার্জে কমপক্ষে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এটি। বাসের ক্যাপাসিটর এক যুগ (১২ বছর) সার্ভিস দিতে সক্ষম, সর্বোচ্চ তাপমাত্রায়ও এর কোনো ব্যতিক্রম হবে না। এমনটি দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ইলেক্ট্রিক বাসটি দ্রুতই বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করবে এমনটিই আশা সিএসআর-এর। বৃহস্পতিবারই এক হাজার দুশ’ বাসের অর্ডার পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2015-04-16 Dhaka Tourist Club tweet