ধনী-গরিবের জীবন বিভাগঃ ভিডিও ফিচার, রকমারি April 30, 2015 421 বার দেখা হয়েছে ধনী অার গরিবের জন্য প্রতিদিন একই সূর্য ওঠে আর একই সূর্য অস্ত যায়। কিন্তু এই দু’জনের জীবনটা একভাবে শুরু বা শেষ হয় না। একজন ধনী যখন বিলাসবহুল কক্ষে রাত কাটায় তখন একজন গরিব রাত কাটায় বস্তির শক্ত বিছানায। কখনো মাথার নিচে বালিশ থাকে, কখনো বালিশের জায়গা নেয় ইট। কিন্তু একজন গরিবের জীবনটা যখন বুঝতে চায় একজন ধনি, তখন? দেখুন ভিডিওতে। 2015-04-30 Dhaka Tourist Club tweet