নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, বাছাইকৃত April 29, 2015 196 বার দেখা হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার ব্যাপারে জানানো হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশীদের নিরুৎসাহিত করা হয়েছে। নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী আফটার শক বা পরাঘাতে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮০ লাখ মানুষ। ভূমিকম্পের ভয়ে অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। পর্যটন আয়নির্ভর নেপাল ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। নেপালের বিশ্বনন্দিত কয়েকটি পর্যটনকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : নয়া দিগন্ত অনলাইন 2015-04-29 Dhaka Tourist Club tweet