পিলখানা অর্থ কি জানেন? বিভাগঃ ঢাকা, বাছাইকৃত, রকমারি April 24, 2015 847 বার দেখা হয়েছে কেউ হয়তো বলবেন এটি বিজিবি (সাবেক বিডিআর) এর সদর দফতর। আসলে পিলখানা অর্থ হাতি রাখার স্থান (হাতিশাল)। রাজধানী ঢাকায় নবাবদের ও অন্য ধনী বনিকদের অনেক হাতি ছিল। বেশির ভাগ হাতিই এখানে রাখা হতো। আজকের যে হাতির ঝিলকে বাংলার বুকে ইউরোপ বলা হয়..পিলখানা থেকে সেই হাতির ঝিলে হাতিদের গোসল করাতে আনতেন মাহুতেরা (হাতি পালক)। ১৮৮০ সালে তোলা এই ছবিতে পিলখানায় হাতি ও মাহুতদের দেখা যাচ্ছে। 2015-04-24 Dhaka Tourist Club tweet