বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় হাত গেল দর্শনার্থীর বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা April 15, 2015 180 বার দেখা হয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এক দর্শনার্থীর হাত ছিড়ে নিয়েছে বাঘ। আহত দর্শনার্থীর নাম অংকন (২৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার জানান, মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে তিনি পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধরে। এক পর্যায়ে তার বাম হাতটি কুনুই থেকে ছিড়ে নিয়ে চলে যায় বাঘ। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যায়। সূত্র : দৈনিক যুগান্তর 2015-04-15 Dhaka Tourist Club tweet