Home » ডিটিসি ভ্রমণ বার্তা » ভুমিকম্পের সময় কেমন করছিল হিমালয়, দেখুন ভিডিওতে

ভুমিকম্পের সময় কেমন করছিল হিমালয়, দেখুন ভিডিওতে

ভুমিকম্পের সময় কেমন করছিল হিমালয়, দেখুন নিচের দুটি ভিডিওতে

০১. নেপালে বিধ্বংসী ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের একটি বেসক্যাম্পে তুষারধসের নিচের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। জার্মান পর্বতারোহী জোস্ট কোবুসচ্ ওই ভিডিও তুলেছেন বলে খবর। শনিবার ভূকম্পের পর গত রোববার তিনি ভিডিওটি পোস্ট করেছেন বলে জানা গেছে।

জোস্ট লিখেছেন, ভূমিকম্পের ফলে মাটি কাঁপছিল। আমরা দেখলাম লোকজন ছোটাছুটি করছে। আমরাও জীবন বাঁচাতে নিরাপদ জায়গার খোঁজে ছোটাছুটি শুরু করি।

ভিডিওতে দেখা যাচ্ছে বেসক্যাম্পে ঘোরাঘুরি করছেন পর্বতারোহীরা। একে অপরের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করেই যেন পর্বত থেকে মেঘ ভেঙে পড়ল বেস ক্যাম্পে।

তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল বেসক্যাম্পে। জোস্ট নিজেকে সুরক্ষিত রেখে এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন।

০২. নিচের ভিডিওটি একজন পর্বতারোহী তুললেও তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।