ইউনাইটেডে সাংবাদিক ও সেনা সদস্যদের ১০ ভাগ ছাড় বিভাগঃ এভিয়েশন, বাছাইকৃত May 7, 2015 118 বার দেখা হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ গণমাধ্যম কর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য অভ্যন্তরীণ রুটে ১০ ভাগ মূল্য ছাড় ঘোষণা করেছে। আগামী ১০ জুলাই সংস্থার ৯ম বছরে পদার্পণ উপলক্ষে এ ছাড় ঘোষণা করা হয়েছে বলে ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। অফারটি গণমাধ্যম কর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের সদস্য সাধারণত স্ত্রী বা স্বামী, ১২ থেকে ২১ বছরের নিচের ছেলে-মেয়ের জন্য প্রযোজ্য। কিন্তু বিবাহিত ছেলে-মেয়ে এই অফারের জন্য বিবেচিত হবেন না। এই অফারের অধীনে টিকেট শুধুমাত্র ইউনাইটেড এয়ারওয়েজের নিজস্ব সেলস্ কাউন্টার থেকেই সংগ্রহ করা যাবে। টিকেট সংগ্রহ করার সময় নিজস্ব অফিসের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পরিবারের সদস্যদের শনাক্তকরণের জন্য আনুষঙ্গিক সত্যায়িত কাগজপত্র সেলস্ কাউন্টারে জমা দিয়ে অফারটি গ্রহণ করা যাবে। মূল্যছাড় অভ্যন্তরীণ রুটের ভাড়ার উপর প্রযোজ্য কিন্তু ট্যাক্স ও সারচার্জের উপর নয়। ১২ বছরের শিশুদের জন্য অফার প্রয়োজ নয়। সূত্র : নয়া দিগন্ত অনলাইন 2015-05-07 Dhaka Tourist Club tweet