ফ্রান্সে নিসের সৈকতে ৬,৪০০ চীনা পর্যটকের দল কোম্পানির খরচে সাড়ে ৬ হাজার চীনা কর্মীর ফ্রান্স ভ্রমণ বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা May 11, 2015 183 বার দেখা হয়েছে ফ্রান্সে নিসের সৈকতে ৬,৪০০ চীনা পর্যটকের দল একটি চীনা কোম্পানি তার প্রায় সাড়ে ৬ হাজার কর্মীকে চারদিনের ছুটিতে ফ্রান্সে বেড়াতে যাবার খরচ যোগাচ্ছে। শনিবার দক্ষিণ ফ্রান্সের নিস শহরে ৬ হাজার ৪০০ চীনা পর্যটকের এই বিশাল দলকে স্বাগত জানানো হয়। এখান থেকে দলটি প্যারিস, কান এবং মোনাকোতেও বেড়াতে যাবে। এই পর্যটকরা সবাই চীনা কোম্পানি টিয়েন্সএর কর্মচারী। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কোম্পানিটি তাদের কর্মচারীদের এই ভ্রমণের জন্য মোট ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ করবে। তাদের থাকার জায়গা করতে প্রেসিডেন্ট লি জিনইউয়ান প্যারিসের মোট ১৪০টি হোটেল বুক করেছেন। প্যারিস আর কান শহরে বুক করা হয়েছে ৪ হাজার ৭শ-রও বেশি কক্ষ। তারা যাতে এই চারদিনে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন তার জন্য মোট ১৪৬ টি বাস ভাড়া করা হয়েছে। নিসের সৈকতে সাড়ে ৬ হাজার চীনা পর্যটকদের তৈরি বাক্য প্যারিসের ল্যুভ মিউজিয়াম দেখার দিন শুধু এই গ্রুপটির জন্য মিউজিয়ামটিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ফরাসী পর্যটন এজেন্সি আতু ফঁসের কর্মকর্তা ক্রিস্টিয়ান ম্যানটেল বলেছেন, আমরা এই বিশাল দলের জন্য সরকারি সেবা থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, দোকান এবং বিভিন্ন বিলাসবহুল পণ্যের ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত সব কিছুই খুব সুন্দরভাবে চলছে, আমরা চমৎকার সাড়া পাচ্ছি। গতকাল শুক্রবার নিসের একটি বিচে এই গ্রুপটি দলবদ্ধভাবে দাঁড়িয়ে ‘পৃথিবীর সর্ববৃহৎ মানব-রচিত বাক্য’ তৈরি করে। এসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র : বিবিসি 2015-05-11 Dhaka Tourist Club tweet