গরমের স্বস্তি ‘চকলেট ব্যানানা মিল্কশেক’ বিভাগঃ রেসিপি May 10, 2015 294 বার দেখা হয়েছে বাচ্চারা দুধ খেতে চায় না এটি অজানা কিছুই নয়। অনেকে তো বড় হয়েও দুধ খান না। কিন্তু এই গরমে স্বস্তি পেতে যতো অস্বাস্থ্যকর পানীয় পান করছেন তার থেকে হাজার গুণে স্বাস্থ্যকর এই দুধ। তাহলে একটু টুইস্ট আনুন সাধারণ দুধে। খুব সহজে দুধ দিয়ে তৈরি করুন ‘চকলেট ব্যানানা মিল্কশেক’। দুধ যারা খেতে চান না তারাও শেষ করে ফেলবেন এক নিমেষেই। চলুন দেখে নেয়া যাক খুব সহজ পদ্ধতিটি। উপকরণ – ১ গ্লাস দুধ – ১ টি পাকা কলা – ৩ টেবিল চামচ কোকো পাউডার – মধু প্রয়োজন মতো (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন) – ১ চা চামচ ভ্যানিলা এসেন্স – কয়েকটুকরো বরফ পদ্ধতি – কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ফেলুন। – ব্লেন্ডারে দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন যাতে কলা একেবারেই মিশে যায় দুধের সাথে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়। – এরপর কোকো পাউডার ও চিনি/মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন। – সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। এতে বরফ কুচি হয়ে মিশে যাবে শেকের সাথে। – এবার গ্লাসে ঢেলে উপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’। 2015-05-10 Dhaka Tourist Club tweet