Home » রিলিজিয়াস ট্যুরিজম » তেঁতুলিয়া মিয়ার মসজিদ

তেঁতুলিয়া মিয়ার মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া মিয়ার মসজিদটি প্রাচীন স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন। দিল্লি শাহী মসজিদের অনুকরণে মসজিদটি নির্মিত হয়। এর স্থাপত্যকলা ও অপূর্ব নির্মাণ কৌশল আজও সবাইকে আকৃষ্ট করে। মিয়ার মসজিদটি তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মুসলিম জমিদার হামিদুল্লাহহ খানের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত। তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তরে খুলনা-পাইকগাছা সড়কের পাশে নির্মিত।

Mosqueমসজিদের সামনে প্রশস্ত বারান্দা, তার সাথে বড় জোড়াগেট এবং পুকুরের ঘাট বাঁধানো মোট ১৪টি মিনার, যার ৬টি মিনার বড়। সামনের চত্বর এবং পুকুর থেকে সিঁড়ি উঠে গেছে সরাসরি মসজিদে। আজানের জন্য সুউচ্চ মিনারের সিঁড়ি রয়েছে। সে আমলের ক্ষুদ্রাকৃতির ইট, টালি, চুন, সুরকির গাঁথুনিতে তৈরি দেয়ালের প্রস্থ প্রায় তিন ফুট। জমিদার হামিদুল্লাহ খান মসজিদটি নির্মাণ করেন। মসজিদের তলদেশে পূর্ব-পশ্চিমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত সুড়ঙ্গ, তার মধ্যে দিয়ে চলাচল করা যায়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মিয়ার মসজিদটি। সূত্র : ইত্তেফাক