দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জেগে উঠলো নতুন দ্বীপ বিভাগঃ রকমারি May 12, 2015 204 বার দেখা হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পানির নিচে এক আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে জন্ম নিয়েছে একটি নতুন দ্বীপ। পলিনেশীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার রাজধানী থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে সাগরের বুকে জেগে উঠেছে দ্বীপটি। ডিসেম্বরে, হাঙ্গা টোঙ্গা আগ্নেয়গিরিতে উদগীরণ শুরু হলে, ধীরে ধীরে গড়ে উঠতে থাকে প্রায় পাঁচশো মিটার আয়তনের গোলাকার এই দ্বীপটি। তবে অত্যন্ত অস্থিতিশীল এই দ্বীপে মানুষের পা রাখা খুবই ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে অবশ্য টোঙ্গার এক হোটেল ব্যবসায়ী দ্বীপটি ঘুরে এসেছেন, সেখানকার ছবিও তুলেছেন তিনি। 2015-05-12 Dhaka Tourist Club tweet