পৃথিবী ও প্রকৃতি সম্পর্কে খুব মজার কিছু তথ্য বিভাগঃ বাছাইকৃত, রকমারি May 20, 2015 194 বার দেখা হয়েছে পৃথিবীতে সবচেয়ে গরম জায়গা কোনটি? সবচেয়ে ঠাণ্ডা? সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নীচু জায়গাই বা কোনগুলো? প্রকৃতি সম্পর্কে এমন কিছু মজার তথ্য নিয়েইি এই ফিচার। সবচেয়ে বেশি ঠাণ্ডা কোথায়? অ্যান্টার্কটিকায়৷ অ্যান্টার্কটিকার পাহাড় অঞ্চলে শীতের সময় তাপমাত্রা হিমাংকের নীচে ৯২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। এত শীত আর কোথাও নেই। সবচেয়ে গরম কোথায়? ১৯৯৩ সালের ১০ জুলাই থেকে রেকর্ডটা যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের দখলে। সে বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই জায়গাটিতে সর্বোচ তাপমাত্রা ছিল ৫৬ দশমিক ৬৭ ডিগ্রি সেলসিয়াস। ঝলমলে সূর্য দেখতে যাঁরা ভালোবাসেন, তাঁদেরও প্রাণ ওষ্ঠাগত হয়েছিল সেদিন। সবচেয়ে উঁচু এভারেস্ট নেপালের হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট যে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ এটা প্রায় সবাই-ই জানেন। ২৯ হাজার ২৯ ফুট বা ৮ হাজার ৮শ ৪৮ মিটার উঁচু এভারেস্টও গত ২৫শে এপ্রিলের ভূমিকম্পে কেঁপে উঠেছিল। অন্তত ১৮ জন পর্বতারোহী মারা যায় সেদিন। সবচেয়ে নীচু… প্রশান্ত মহাসাগরের গভীরের ‘চ্যালেঞ্জার ডিপ’-এ সাবমেরিন ছাড়া যাওয়া যায়না। হলিউডের পরিচালক জেমস ক্যামেরন তাই সাবমেরিন ভাড়া করেই গিয়েছিলেন সেখানে। সাগর গভীরের ওই জায়গায় ১১ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে একটা পাহাড়। পাহাড়ের তলদেশই বিশ্বের সবচেয়ে নীচু স্থান। কোনোদিন বৃষ্টি হয়নি! চিলির আটাকামা মরু অঞ্চলটা ভীষণ অদ্ভুত। অনেক আবহাওয়াবিদের মতে, ওই জায়গাটি সবচেয়ে সেরা মরুভূমি। আটাকামায় এমন জায়গাও আছে যেখানে কোনোদিন এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ওই ভূখণ্ডে মানুষের পদচারণা শুরুর পর থেকে তো নয়ই। সবচেয়ে বেশি বৃষ্টি…. সবচেয়ে বেশি বৃষ্টি হয় ভারতের মেঘালয় রাজ্যে। সেখানকার মাওসিনরাম গ্রামকে বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান বলে বিবেচনা করা হয়। গড়ে প্রতিবছর সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১১.৮৬ মিটার বা ৩৯ ফুট। যেখানে লন্ডনে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৬৫ সেন্টিমিটার। সবচেয়ে জনবহুল কোন শহরে সবচেয়ে বেশি মানুষ বাস করে, অর্থাৎ বিশ্বের কোন শহরটি সবচেয়ে জনবহুল? উত্তর- চীনের সাংহাই। ২ কোটি ২৪ লাখ মানুষের বাস সেখানে। সূত্র : ডয়চে ভেলে 2015-05-20 Dhaka Tourist Club tweet