Home » ডিটিসি ভ্রমণ বার্তা » ভিসা ও পাসপোর্ট সুবিধা দিতে নিউইয়র্কে দুই ভ্রাম্যমাণ অফিস

ভিসা ও পাসপোর্ট সুবিধা দিতে নিউইয়র্কে দুই ভ্রাম্যমাণ অফিস

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের সেবা দিতে দু’টি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) এবং মেশিন রিডেবল ভিসার (MRV) বহনযোগ্য (portable) ওয়ার্কস্টেশন চালু করেছে মিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানিয়েছে।

portable

জানা গেছে, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসার দু’টো বহনযোগ্য (portable) ওয়ার্কস্টেশন উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. শামীম আহসান এনডিসি। এই দু’টি বহনযোগ্য ওয়ার্কস্টেশন চালু হওয়ায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আওতাধীন দূরবর্তী এলাকায় (কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, রোড আইল্যান্ড ও ভারমন্ড) মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

এ ছাড়া এখন থেকে দূরবর্তী অঞ্চলে বসবাসরত এমআরপি ও আইবিআরএন (Interim Birth Registration Number) প্রার্থীরা ভ্রাম্যমাণ কনস্যুলার টিমের অবস্থানকালে স্ব-স্ব এলাকায় ডিজিটাল ফটো ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। সূত্র : দ্য রিপোর্ট