মুন্সীগঞ্জে হাজার বছরের প্রাচীন কলস উদ্ধার বিভাগঃ রকমারি May 24, 2015 152 বার দেখা হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের দালাল পাড়া গ্রামে তামার একটি প্রাচীন কলস উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে রাস্তা উন্নয়নের জন্য মাটি খনন করার সময় কলসটি পাওয়া যায়। এক ফুট উচ্চতাসম্পন্ন তামার এই কলসটির ওজন প্রায় পাঁচ কেজি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান জানান, এলাকাটি প্রায় হাজার বছরের প্রাচীন। এ কলসটিও হাজার বছরের প্রাচীন হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, এটি উদ্ধার করে মুন্সীগঞ্জ থানায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র : ইত্তেফাক 2015-05-24 Dhaka Tourist Club tweet