সমুদ্রের নিচে টেনিস কোর্ট! বিভাগঃ বাছাইকৃত, বিচ ভ্যাকেশন May 6, 2015 187 বার দেখা হয়েছে সমুদ্রের নিচে তৈরি হতে চলেছে আস্ত একটা টেনিস কোর্ট। জানা গেছে, দুবাইয়ের পাম আইল্যান্ডের ৮৩০ মিটার লম্বা বুর্জ খলিফা সংলগ্ন উপকূল অঞ্চলেই তৈরি হচ্ছে এই টেনিস কোর্ট। তৈরি হয়ে গেলে সেখানে চলবে প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্ট। প্রায় ৩০ হাজার দর্শকের জন্য তৈরি করা হচ্ছে বসার জায়গা। মাথার উপর সমুদ্রের মনোরম দৃশ্য, সেই সঙ্গে টেনিসের টানটান উত্তেজনের স্বাদ নিতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে প্রায় ৬ মাস। টেনিস গ্রাউন্ডটি তৈরি করার দায়িত্বে রয়েছেন এমন এক প্রকৌশলী বলেন, ‘প্রথমে কাঁচের ১০৮ ফুট চওড়া বক্স বানিয়ে পানির মধ্যে ফেলা হবে। তার পর পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া হবে।’ তবে এই বিলাসবহুল টেনিস কোর্টটি তৈরি করতে ঠিক কতো টাকা খরচ হবে তা পরিষ্কার জানা যায়নি। সূত্র : প্রিয়.কম 2015-05-06 Dhaka Tourist Club tweet