সাপের ডানা ছিল! বিভাগঃ রকমারি May 31, 2015 261 বার দেখা হয়েছে ১২০ মিলিয়ন বছর আগে সাপদের ডানা ছিল। ছিল মাছের মতো লেজ। তখন সাপদের নিশাচর প্রাণী হিসাবে গণ্য করা হত। এ দাবি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের। তবে সাপদের ডানা থাকলেও তারা সেই ডানা সাধারণত ব্যবহার করত না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এছাড়া সাপেদের লেজের দিকে যে ছোট্ট অঙ্গ দেখা যায় সেটাই নাকি প্রমাণ করে সাপেদের লেজ ছিল, দাবি করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়য়ের গবেষক সিয়াং। আরও কিছু তথ্য উঠে এসেছে এই গবেষণায়, যা অবাক করেছে খোদ বিজ্ঞানীদেরও। ৬০ মিলিয়ন বছর আগে সাপেরা এতটাই ছোট্ট আকারের হত যে তাদের মৃত্যুর পর কোন জীবাশ্মকেই সংরক্ষণ করা সম্ভব হয়নি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 2015-05-31 Dhaka Tourist Club tweet