সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল থেকে রোজা বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, বাছাইকৃত June 17, 2015 205 বার দেখা হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আজ বুধবার রাতে সেহেরি খাবেন দেশগুলোর মুসলিমরা। সৌদির সর্বোচ্চ আদালত গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে বলে দেশটির পত্রিকা আরবনিউজে খবর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা না যাওয়ায় তায়েফে এক বৈঠক শেষে দেশটির সর্বোচ্চ আদালত এ ঘোষণা দিয়েছেন। এদিকে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আজ দেশের কোথাও যদি রমজান মাসের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হবে। তা না হলে শুক্রবার থেকে রোজা রাখতে হবে। 2015-06-17 Dhaka Tourist Club tweet