ক্ষুদে গানরাজের শীর্ষ ১০-এ পুষ্পিতা বিভাগঃ বাছাইকৃত, রকমারি June 17, 2015 1,554 বার দেখা হয়েছে (বিজ্ঞাপন) ইজাজ খান স্বপন পরিচালিত বুস্টার এনার্জি বিস্কুট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫ পুষ্পিতা গ্র্যান্ড ফিনালে আমি PUSHPITA রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রী ও বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী। আপনাদের দোয়া ও ভোটে আমি গ্র্যান্ড ফিনালে উন্নীত হযেছি। সেরা ক্ষুদে গানরাজ হতে আমি আবারও আপনাদের দোয়া ও সহযোগ্রিতা চাই। আমার গান শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায়। ক্ষুদে গানরাজ ২০১৫-এ প্রচারিত আমার গান শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন। আমাকে ভোট দিতে আপনার মোবাইলের Message অপশনে গিয়ে KGR লিখে Space দিয়ে PUSHPITA লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে যেকোনো মোবাইল থেকে যত খুশি তত। এসএমএস চলবে ০৭ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত। যোগাযোগ : ০১৭১২৫২৮৭৮০, ০১৯১৫৮০১৯২৬। আমার গান শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন 2015-06-17 Dhaka Tourist Club tweet