টেকনাফে পর্যটন পার্কের কাজ শুরু এ বছরেই বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা August 8, 2015 192 বার দেখা হয়েছে কক্সবাজারের টেকনাফে পর্যটন-পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত এলাকাগুলো পরিদর্শন করেছে সরকারি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৩ সদস্যের দলটি গতকাল শুক্রবার জালিয়ার দ্বীপ ও সাবরাং সৈকতের ওই এলাকাগুলো ঘুরে দেখে। পার্কের জন্য সাবরাং সৈকতে প্রস্তাবিত এলাকা পরিদর্শনের পর আবুল কালাম আজাদ বলেন, ‘কক্সবাজারকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মকাণ্ডের কাজ চলছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এর অংশ।’ তিনি জানান, টেকনাফের সাবরাং সৈকতের এক হাজার ১৬৫ একর জমি নিয়ে এই পর্যটন-পার্ক গড়ে তোলা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরেই। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, চট্টগ্রামের মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের আশপাশে আরো বহু অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সূত্র : কালের কণ্ঠ 2015-08-08 Dhaka Tourist Club tweet