যমজদের শহর বিভাগঃ রকমারি August 11, 2015 160 বার দেখা হয়েছে আমরা গণমাধ্যমে সবসময় সবচেয়ে জনবহুল, সবচেয়ে বসবাসের অনুপযোগী কিংবা আকর্ষণীয় শহরের কথাই জানি বা জানার চেষ্টা করি। এটা ভাবা কিংবা জানাটাও স্বাভাবিক। কিন্তু নতুন একটি শহরের সন্ধান পাওয়া গেছে যেটা কেবলই যমজদের শহর। মার্কিন মুল্লুকেই এমন শহরের খোঁজ মিলেছে যেখানে নাকি শুধু যমজরা থাকে! আসলে বসবাস বা থাকে খোদ বলাটা ভুল, তবে কারণ মূলত বিভিন্ন বয়সী যমজরা বছরের কোনো একটি দিনে একত্রে জড়ো হয় কোনো একটা জায়গায়। ওহাইও রাজ্যের সেই শহরটি হচ্ছে টুইন্সবার্গ শহর। ‘টুইনজ ডে’ নামের একটি দিবস উদ্দেশ্য করে তারা সেখানে জড়ো হন। এবার উদযাপিত হয় ৪০ তম দিবস। বরাবরের মতো এবারও কয়েক হাজার মানুষের সমাবেশ ঘটেছিল। এদের সবাই দেখতে একরকম। যাদের বয়স ছিল আট থেকে আশি বছর। হুবহু দেখতে একই রকম মানুষগুলোকে চেনা সত্যিই কষ্টকর। দেশ-বিদেশ থেকেও যমজরা এতে অংশ নিয়ে থাকে। ১৯৭৬ সালে প্রথমবারের মতো ‘টুইন ডে’ উত্সব শুরু হয়। সূত্র : অ্যানসেস্ট্রি ডট কম 2015-08-11 Dhaka Tourist Club tweet