২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, রিলিজিয়াস ট্যুরিজম September 14, 2015 439 বার দেখা হয়েছে সোমবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৫ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস গণনা শুরু হবে বুধবার। আগামী ২৫ সেপ্টেম্বর (১০ জিলকদ) শুক্রবার দেশে ঈদুল আজহা পালিত হবে। সভায় সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। 2015-09-14 Dhaka Tourist Club tweet