তাজমহলে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা September 18, 2015 209 বার দেখা হয়েছে তাজমহলের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে মারা গেছেন এক জাপানি পর্যটক। সাগর সিং নামে এক প্রত্যক্ষদর্শী বিবিসি হিন্দীকে জানান, তাজমহলের রয়্যাল গেটে সেলফি তুলতে গিয়ে এই পর্যটক পড়ে যান। পুলিশ জানায়, এই পর্যটক পড়ে যাওয়ার পরই মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যান। পরে তিনি হাসপাতালে মারা যান। মোঘল সম্রাট শাহ জাহানের তৈরি তাজমহল দেখতে আসেন প্রতিদিন প্রায় ১২ হাজার পর্যটক। সম্রাট শাহ জাহান তার স্ত্রীর মৃত্যুর পর এই সমাধিসৌধ তৈরি করেন। আগ্রার পর্যটক পুলিশ জানায়, ঘটনার সময় এই জাপানি পর্যটকের সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদের একজনও এই একই দুর্ঘটনায় পায়ে আঘাত পান। সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। গত অগাস্টে স্পেনে এক লোক বার্ষিক ষাঁড়ের লড়াইয়ের সময় সেলফি তুলতে গিয়ে ষাঁড়ের শিং এর আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে মারা যান। রুশ সরকার এবছরের শুরুতে এক প্রচারণা শুরু করে তরুণরা যেন ঝুঁকিপূর্ণ এলাকায় সেলফি তোলার সময় সাবধানতা অবলম্বন করে। সূত্র : বিবিসি 2015-09-18 Dhaka Tourist Club tweet