Home » বাছাইকৃত » যে বন শুধুই পাথরের (ভিডিওসহ)

যে বন শুধুই পাথরের (ভিডিওসহ)

বনে সাধারণত গাছপালা, পশু-পাখি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এমন এক বন রয়েছে যেখানে আছে শুধু্ই পাথর আর পাথর। যেদিক তাকানো হোক না কেন পাথর ছাড়া অন্য কিছু দেখাই যায় না।

চীনে এমন এক পাথরের বন রয়েছে। যা শুধু পাথর দিয়ে বানানো হয়েছে। এটি একলাখ একর বেস্টনিতে অবস্থিত। চীনের দক্ষিণে অবস্থিত এ পুরাতন বনটি ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে ৫০ মাইল দূরত্বে অবস্থিত। এর মাঝখানে সিঁড়িও বানানো হয়েছে। যাতে মানুষ সিঁড়িতে চড়ে বনের মাঝখানে যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বনটির পূর্ণাঙ্গ রূপ পেতে সময় লেগছে ২৭০ মিলিয়ন বছর। এতে গুহা ও জলপ্রপাতও রয়েছে। সূত্র : নিউজ এক্সপ্রেস।

Stone-Forest-China Stone-Forest-China2 Stone-Forest-China3 Stone-Forest-China4 Stone-Forest-China5 Stone-Forest-China6 Stone-Forest-China7 Stone-Forest-China8 Stone-Forest-China9 Stone-Forest-China10 Stone-Forest-China11 Stone-Forest-China12 Stone-Forest-China13 Stone-Forest-China14 Stone-Forest-China15 Stone-Forest-China16 Stone-Forest-China17 Stone-Forest-China18 Stone-Forest-China19 Stone-Forest-China20 Stone-Forest-China21